পটুয়াখালী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২০ জন

পটুয়াখালী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত  ১ আহত ২০ জন
আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ  কুয়াকাটা বরিশাল মহাসড়কে  ১৮ ই ফ্রেরুয়ারী সকাল ১০.৩০ মিনিটের সময় পটুয়াখালী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়কে খাঁন পরিবহন (জ-০৪-০৭৯১) নম্বরের গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কে উল্টে যায়।
 
ঘটনাস্থল থেকে  জানাগেছে গলাচিপা টু পটুয়াখালী সড়কে গাড়িটি চলাচল করে। সকাল ৯.১৫ মিনিটের সময় গলাচিপা থেকে পটুয়াখালীর উদ্দেশ্য ছেড়ে আসা বাসটি পটুয়াখালী বাস টার্মিনালের কাছাকাছি এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে প্রায় ২৫ জন যাত্রী আহত হয়েছে।বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিল বলে জানায় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ফিরোজ আহম্মেদ।আহতদের উদ্ধার করে পটুয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট হসপিটালে ভর্তি করা হয়েছে।
 
সদর হসপিটালের মেডিকেল অফিসার মোঃ হাবিবুর রহমান জানান এপর্যন্ত আহত ২০ জনকে হসপিটালে ভর্তি করা হয়েছে।এর মধ্যে মহিষকাঠা এলাকার আনন্দ (৪০) নামে এক জন নিহত হয়েছ।আরো ৩ জনের অবস্থা আশঙ্কা জনক বলে যানায়।
 
হসপিটাল সুত্রে আহতদের নাম বুশরা,জামাল,তানহা,নাসরিন,আবুল কাশেম,আনা,আবুল,মন্জু,আবদুল্লাহ, সজিব,আব্দুল জলিল,সাহিদা,কাদের মাতবর,মনিরা,হেলাল,আলআমিন,দুলালা,শাহ আলম,তাহসিন ও রওশন আলী সহ আহত অবস্থায় সকলে হাসপাতালে ভর্তি রয়েছে।
 
পটুয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজ জানান নিহত পরিবারকে ২৫ হাজার টাকা ও আহতদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে চিকিৎসার জন্য দিতে জেলা প্রশাসকের পক্ষ থেকে তাৎক্ষণিক উদ্দ্যোগ গ্রহন করা হয়েছে।
 
এছাড়াও দুর্ঘটনায় আহতদের ১৫ ব্যাগ রক্ত সংগ্রহে জেলা প্রশাসন,ছাত্রলীগ, সেচ্ছাসেবী এবং রক্ত দাতাদের ভুমিকা প্রশংসনীয়।